কোরআন অবমাননার অভিযোগে ব্লগারের জেল-জরিমানা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরীফকে অপমান করার অভিযোগে তিউনিশিয়ার এক ব্লগারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেইসঙ্গে তাকে ৭০০ ডলার জরিমানাও করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করছেন তিউনিশিয়া আদালতের মুখপাত্র মোহসেন ডালি।
তিনি বলেন, ধর্ম ও বর্ণের মাঝে ঘৃণা প্রচারের অপরাধে তাকে শাস্তি দিয়েছেন আদালত।
ফাইভ পিলার্সের বরাতে জানা যায়, মে মাসে আমনা আল-সারকি নামে এক ব্লগার ফেসবুকে একটি পোস্ট করেন, যা দেখে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তিউনিশিয়ার মানুষের মাঝে। তাদের অভিযোগ, এই পোস্টের মাধ্যমে পবিত্র কোরআনকে অপমান করা হয়েছে।
আদালতের মামলার পর আল-সারকি বলেন, এই রায় আমার জন্য একটি স্ক্যান্ডাল। আমার পোস্টে যা কন্টেন্ট ছিলো তার সঙ্গে ধর্ম ও বর্ণের মাঝে ঘৃণা প্রচারের কোনো সংযোগই নেই। তার ওপর আদালতের বিচারক আমাকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে। ফেসবুকে একটি পোস্টের কারণে এ রকম শাস্তি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।
এদিকে, আদালতের এই রায়ের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। সংস্থাটির দাবি, আদালতে সারকির উকিলকে কোনো বক্তব্য দিতে দেয়া হয়নি।
জানা যায়, আগামী ১০ দিনের মধ্যে এই ব্লগার আদালতে এ বিষয়ে আপিল করার সুযোগ পাবেন।